মাগুরায় কৃষককে কুপিয়ে হত্যা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৩, ১২:১৬
অ- অ+

মাগুরায় মোশারফ হোসেন (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১১টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের মৃধাপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের ছোট ভাই ফয়জুর মৃধা বলেন, ভাই রাত ১১টার দিকে বাজার থেকে পাকা রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। মৃধাপাড়ায় পৌঁছলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এসময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় বালিদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, সামাজিক আধিপত্য নিয়ে এলাকায় অনেকদিন ধরে বিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড হতে পারে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার জানান, হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। আটকের চেষ্টা চলছে। এছাড়া পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়
চট্টগ্রামে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল 
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা