তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ধর্ম প্রতিমন্ত্রীর নতুন পিএস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ধর্ম মন্ত্রণলায়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে দুজনকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপি অনুবিভাগ অভ্যন্তরীণ নিয়োগ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব তোফাজ্জেল হোসেন স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (খুলনা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলির আদেশাধীন) মো. সাদিকুর রহমানকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. মুশফিকুর রহমানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০ জানুয়ারি/এএ/এসএম)

মন্তব্য করুন