চীনে পথচারীদের ওপর দিয়েই চললো বেপরোয়া গাড়ি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫ | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৩, ১৪:৩৮

চীনের গুয়াংজুতে ব্যস্ত রাস্তার পথচারীদের ওপর দিয়েই বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে এক ব্যক্তি। ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। চালককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর বিবিসির।

ঘটনায় চালকের ওপর ক্ষুব্ধ হয়েছে জনসাধারণ। তাদের অভিযোগ, ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পথচারীদের লক্ষ্যবস্তু করেছে। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পরপরই ড্রাইভার গাড়ি থেকে নেমে বাতাসে টাকা ছুড়ে মারছে।

পুলিশ ২২ বছর বয়সী যুবককে আটক করেছে এবং তদন্ত শুরু করেছে। বুধবার সন্ধ্যায় ভিড়ের সময় ১ কোটি ৯০ লাখ বাসিন্দার দক্ষিণাঞ্চলীয় শহরের একটি ব্যস্ত জংশনে দুর্ঘটনাটি ঘটেছে।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনি ইচ্ছাকৃতভাবে ট্রাফিক লাইটের জন্য অপেক্ষা করা লোকদের ওপর গাড়ি চালিয়েছিলেন। তিনি বিদ্বেষপূর্ণভাবে গাড়িটি তাদের ওপর চড়িয়ে দেন। এর পর তিনি ইউ-টার্ন নিয়ে আবার লোকজনকে আঘাত করেন। তিনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন না, কিন্তু কিছু লোক সময়মতো পালাতে পারেনি কারণ তারা জানত না যে সে ইচ্ছাকৃতভাবে লোকদের মারছে।’

লোকটি গাড়ি দিয়ে ট্রাফিক পুলিশ অফিসার এবং তার মোটরসাইকেলের ওপরেও হামলা করেছিল কিন্তু অফিসার পালিয়ে যেতে সক্ষম হন। ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে একটি অল্পবয়সী মেয়ে মাটিতে পড়ে আছে। পাশে একজন মহিলাকে কাঁদতে দেখা গেছে যে সম্ভবত তার মা।’

ঘটনাটি জনগণের ক্ষোভের জন্ম দিয়েছে, অনেকে দুঃখ প্রকাশ করেছে। কেননা চীনা নতুন বর্ষ উপলক্ষে এ সময়টায় সকলেই তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হওয়ার জন্যই এসেছিল।

অনেকে উল্লেখ করেছেন, লোকটি একটি বিলাসবহুল গাড়ি চালাচ্ছিল এবং বাতাসে টাকা ছুড়ে মারছিল। পাশাপাশি সে তার সম্পর্কে লোকেদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিচ্ছিল যে সে ধনী এবং শক্তিশালী পরিবার থেকে এসেছে কি না।

গত বছরের ফেব্রুয়ারিতেও এরকম ঘটনা ঘটেছিল দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে। ঘটনায় মিনি ট্রাকের চাপায় তিনজন নিহত এবং নয়জন আহত হয়েছিল।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :