আনসারের দুই পরিচালককে সদরদপ্তরে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৩, ১৫:২৮

বিসিএস (আনসার) ক্যাডারের দুই পরিচালককে সদরদপ্তরে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আনসারের পরিচালক পদমর্যাদার এই দুই কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হলো। তাদের মধ্যে- নবাবগঞ্জ কলাকোপা ১৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক জাহানারা আক্তারকে খিলগাঁও সদরদপ্তরের পরিচালক এবং টাঙ্গাইলের কালিহাতী ৩৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ নুরুল আমিনকে খিলগাঁও সদরদপ্তরের পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/এসএস/ইএস)

মন্তব্য করুন