চালের দাম কমাতে ভারতকে অনুরোধ জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৩, ২৩:২৩

ভারতীয় চালের রপ্তানি মূল্য কমাতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। খাদ্য মন্ত্রণালয় থেকে এই অনুরোধ জানানো হয়েছে। গত দুই সপ্তাহে ভারতীয় চালের দাম কমে যাওয়াকে কারণ হিসেবে এই অনুরোধে উল্লেখ করেছে খাদ্য মন্ত্রণালয়।

সরকারি পর্যায়ে (জিটুজি) দুটি ভারতীয় রাষ্ট্রীয় সংস্থার কাছ থেকে দুই লাখ টন চাল কেনার চূড়ান্ত চুক্তি হওয়ার আগে এই অনুরোধ জানানো হলো। সংস্থা দুটি হলো ভারতের রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমার ফেডারেশন (এনসিসিএফ) এবং কেন্দ্রীয় খাদ্যভান্ডার।

ভারতের দুটি সংস্থা তাদের বাংলাদেশ প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে প্রতি টন চালের দাম দুই ডলার করে কমানোর ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে। প্রতিষ্ঠান দুটি যথাক্রমে ৪৩৩ ডলার ৬০ সেন্ট ও ৪৩৬ ডলার ৫০ সেন্ট করে দাম ধরে বাংলাদেশে চাল রপ্তানির প্রক্রিয়া শুরু করেছিল।

কিন্তু ডিসেম্বরের শেষের দিকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে এক লাখ টন চাল কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে খাদ্য মন্ত্রণালয়। পরে ভারতের বেসরকারি দুটি প্রতিষ্ঠান সর্বনিম্ন দরে বাংলাদেশকে ৫০ হাজার টন করে চাল সরবরাহের জন্য নির্বাচিত হয়। প্রতিষ্ঠান দুটি হচ্ছে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি অ্যাগ্রো-ক্রপ ইন্টারন্যাশনাল লিমিটেড ও ভারতের বাগাদিয়া। সংস্থা দুটি যথাক্রমে প্রতি টন চাল ৩৯৩ ও ৩৯৭ ডলারে সরবরাহ করতে পারবে বলে জানায়।

এ ব্যাপারে জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বলেন, দরপত্রে আমরা জিটুজির তুলনায় অনেক কম দাম পেয়েছি। তাই আমরা ভারতীয় রাষ্ট্রীয় সংস্থা দুটিকে দাম কমানোর ব্যাপারে অনুরোধ করি। তারা দুই ডলার করে দাম কমানোর ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছে। তবে আমরা এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তাদের প্রস্তাব পর্যালোচনা করে আমরা ওই দুটি ভারতীয় সংস্থার সঙ্গে চাল আমদানির চূড়ান্ত চুক্তি করব।

বাংলাদেশের খাদ্য অধিদপ্তর থেকে গত ২১ ডিসেম্বর ভারতের রাষ্ট্রীয় দুটি সংস্থাকে চাল কেনার সম্মতিপত্র (এলওআই) দেওয়া হয়। তাতে আমদানি করা চালের ৭০ শতাংশ চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে আনা হবে। আর ৩০ হাজার টন ট্রেনে আসবে। চুক্তি হওয়ার ৭০ দিনের মধ্যে ওই চাল বাংলাদেশে সরবরাহ করার শর্ত দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টায় ঢাকা আরও বাসযোগ্য হয়ে উঠবে: ডিসি মোস্তাক 

দুবাইয়ে ৩৯৪ বাংলাদেশি গোপনে সম্পদ গড়েছেন, শীর্ষে ভারত 

তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ডোনাল্ড লু

হজ পালনে সৌদি আরব গেছেন ২১ হাজার বাংলাদেশি

ঢাকাসহ পাঁচ বিভাগে দুই দিনের ‘হিট অ্যালার্ট’ জারি

উপজেলা নির্বাচন: ১৫৭ উপজেলায় তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

সরকারের জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে: প্রধানমন্ত্রী

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর রহমান 

সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬

কমলা ভাসিন অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশিদের আবেদনের আহ্বান

এই বিভাগের সব খবর

শিরোনাম :