মির্জাপুর গণঅধিকার পরিষদ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৩, ১৯:০২
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা হয়েছে। শুক্রবার বিকালে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়।

উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. তোফাজ্জল হোসেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব মাহাবুবুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক হাবিবুল মান্নান, আব্দুর রহিম, সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ।

পরিচিতি সভা সঞ্চালনা করেন মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব সোহেল তাজ।

প্রধান অতিথিসহ অন্য বক্তারা তাদের বক্তৃতায় সরকারের কাছে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানান। নিরপেক্ষ সরকারের দাবি বাস্তবায়ন না হলে সরকারের পতনের আন্দোলন শুরু করা হবে বলে বক্তারা হুমকি দেন।

গত বছরের ১৬ নভেম্বর মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের ৩০ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। এতে মো. রফিকুল ইসলাম রফিককে আহ্বায়ক এবং মো. সোহেল তাজকে সদস্য সচিব করা হয়।

এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়করা করা হলেন- মোহাম্মদ আলী, রুমা আক্তার, মোহাম্মদ আতিকুল রহমান, আব্দুল কাদের (প্রবাসী), ফিরোজ আল মামুন, রাজিব খান, মো. সাইফুল ইসলাম, নাসরিন আক্তার, মো. আমিনুর ইসলাম, আনোয়ার হোসেন, জুবাইল রহমান।

কমিটিতে যুগ্ম সদস্য সচিব রাখা হয়েছে- এম কে মমিন, রুবেল হোসেন, রাজিব মিয়া, আবু সাইদ মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. শহীদ মিয়া, শাহামিন আক্তার, রেজাউল করিম, হাবীবুর রহমান, মো. সবুজ খান, জীবন রহমান।

কার্যকরী সদস্য লাভলু মিয়া, লায়লা আক্তার, রাজিব মিয়া, রাসেল মিয়া, সোহেল রানা, আতিকুর রহমান।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল অঞ্জন গ্রেপ্তার
আপিলের জন্য জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা হাইকোর্টের
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা