পাকিস্তানের পুলিশ স্টেশনে টিটিপির হামলায় ৩ পুলিশ নিহত
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একদল ভারী অস্ত্রধারী শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের শহরতলীতে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে। ঘটনায় একজন সিনিয়র পুলিশ অফিসারসহ তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। খবর ডনের।
ডনের প্রদিবেদনে বলা হয়, একজন সিনিয়র পুলিশ অফিসার এবং তার দুই প্রহরী পেশোয়ারের উপকণ্ঠে একটি পুলিশ স্টেশনে গভীর রাতে হামলাকারী জঙ্গিদের তাড়া করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
পেশোয়ারের সিনিয়র সুপারিনটেনডেন্ট পুলিশ অপারেশনস কাশিফ আব্বাসি বলেছেন, ডেপুটি সুপারিনটেনডেন্ট পুলিশ সরদার হুসেন এবং তার দুই পুলিশ প্রহরী বাধবীর এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গুলাগুলিতে প্রাণ হারিয়েছেন। নিহত দুই পুলিশ সদস্যের নাম ইরশাদ ও জেহানজেব।
আব্বাসি সাংবাদিকদের বলেন, মধ্যরাতে সন্ত্রাসীরা সার্বন্দ থানায় হামলা চালায়। সরবন্দ খাইবার উপজাতীয় জেলার বারা এলাকার কাছে অবস্থিত। প্রায় ছয় থেকে সাতজন সন্ত্রাসী খাইবার উপজাতীয় জেলার সীমান্তবর্তী সরবন্দ থানায় হ্যান্ড গ্রেনেড, স্বয়ংক্রিয় অস্ত্র এবং স্নাইপার শট নিয়ে আক্রমণ করে এবং ক্রস ফায়ারিংয়ে ওই তিন পুলিশ সদস্য নিহত হয়।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। খাইবার পাখতুনখোয়া পুলিশের প্রধান মোয়াজ্জাম জাহ আনসারি বলেছেন, পুলিশ সদস্যরা সফলভাবে স্টেশনে সন্ত্রাসী হামলা ব্যর্থ করেছে এবং বীরত্বের সাথে লড়াই করেছে।
ভবনে ঢোকার সময় গুলিতে আহত হন ডিএসপি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান ঘটনার নিন্দা করেছেন এবং বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পুলিশের আত্মত্যাগ বৃথা যাবে না। হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে।
এক বিবৃতিতে টিটিপির মুখপাত্র মুহাম্মদ খুরাসানি বলেছেন, তাদের মুজাহিদিনরা লেজার বন্দুক দিয়ে গতকাল রাতে পেশোয়ারে দুটি পুলিশ পোস্টে হামলা চালায়।
টিটিপি দাবি করেছে, একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসারসহ চার পুলিশ সদস্যকে হত্যা করেছে এবং হামলায় তিনজন আহত হয়েছে, পাশাপাশি দুটি কালাশনিকভ, দুটি ম্যাগাজিন এবং ৪৭ হাজার রুপি জব্দ করা হয়েছে।
অন্য একটি বিবৃতিতে এর মুখপাত্র দক্ষিণ পাঞ্জাবের ডেরা গাজি খান জেলার তহসিল তুনসা শরীফে পুলিশ এবং সিটিডির একটি যৌথ নিরাপত্তা চৌকিতে হামলার দায়ও স্বীকার করেছেন, এতে দুই পুলিশ নিহত হয়েছে।
টিটিপি পাকিস্তানি তালেবান নামে পরিচিত। তারা আফগান-পাকিস্তান সীমান্তে কর্মরত বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর একটি ছাতা সংগঠন। ২০০৭ সালে গঠিত গ্রুপটি আফগান তালেবানদের সঙ্গে একটি সাধারণ মতাদর্শ ভাগ করে নেয় এবং ২০০১-২০২১ সাল পর্যন্ত যুদ্ধে তাদের সহায়তা করে।
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসএটি)