ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মমতা: অমর্ত্য সেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
অমর্ত্য সেনকে যখন প্রশ্ন করা হলো ‘মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হতে পারেন কিনা’ তখন তিনি বলেন, ‘এমন নয় যে তার এটা করার ক্ষমতা নেই। এটা খুব স্পষ্ট, তার সেই ক্ষমতা রয়েছে। কিন্তু অন্য দিকে, এটা এখনও প্রতিষ্ঠিত নয় যে, মমতা বিজেপির বিরুদ্ধে জনগণের হতাশার জায়গাগুলোকে এক ছাতার তলায় এনে ভারতে বিভেদের রাজনীতির অবসান ঘটাতে নেতৃত্ব দেবেন।’
অমর্ত্য সেনের মতে, আগামী লোকসভা ভোটে বিজেপিকে হারাতে গেলে দেশের আঞ্চলিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ২০২৪ সালের লোকসভা ভোট বিজেপির জেতা ম্যাচ নয়। বরং লক্ষ্য এখন দেশের একাধিক আঞ্চলিক দলের ফলের দিকে।
অমর্ত্য সেন বলেন, তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। কিন্তু দেখতে হবে, বাংলার মুখ্যমন্ত্রী কী করে বিজেপির বিরুদ্ধে জন অসন্তোষকে কাজে লাগাতে পারেন।
নবতিপর এই অর্থনীতিবিদ ঘোষিত বিজেপি বিরোধী। ২০১৪ সোলে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর একাধিক বার উগ্র জাতীয়তাবাদের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন তিনি। বিজেপির লাগাতার আক্রমণের মুখেও পড়তে হয়েছে তাকে।
সেই রেশ থেকেই সাক্ষাৎকারে জোর গলায় বিজেপিকে হারাতে আঞ্চলিক দলগুলোর গুরুত্বের কথা বলেছেন তিনি। তিনি বলেন, ‘‘আমার মনে হচ্ছে, একাধিক আঞ্চলিক দল আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। আমার মনে হয়, ডিএমকে একটি গুরুত্বপূর্ণ দল, তৃণমূলও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমাজবাদী পার্টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু আমি জানি না, এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে।’
(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এসএটি)