হিলিতে মদসহ ভারতীয় ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:০৮

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক থেকে ২৩ বোতল মদ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় গৌতম রায় নামে এক ট্রাক চালককে আটক করা হয়েছে। রবিবার রাত ৮টার দিকে হিলি বন্দরের পানামা পোর্টের ভেতর থেকে মদগুলো উদ্ধার করা হয়।

গৌতম রায়ের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার বোল্লা গ্রামে।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের উপ কমিশনার বায়োজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার বায়োজিদ হোসেন বলেন, ‘ভারতীয় একটি ট্রাকে মদ বহন করা হচ্ছে গোয়েন্দা সংস্থার নিকট থেকে এমন খবর পাই। সেই খবরের ভিত্তিতে রাতে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে থাকা ভারতীয় ওই ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় ওই ট্রাকটির কেবিনের ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা ২৩ বোতল (প্রতিটি ১লিটার) বিদেশি মদ উদ্ধার করা হয়। ট্রাক চালককে আটক করা হয়েছে।’

‘এই ঘটনার সঙ্গে আমদানি ও রপ্তানিকারক কেউ জড়িত নয়, চালক নিজে জড়িত বলে আমাদের নিকট স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে বাংলাদেশের কেউ জড়িত কি না সেটি পুলিশ ক্ষতিয়ে দেখবে।

ট্রাক চালক গৌতম রায় বলেন, ‘আমি ভারত থেকে আমদানিকৃত ভুসি নিয়ে বাংলাদেশে ঢুকছিলাম। এ সময় ভারতে থাকা বিপ্লবের এজেন্ট বলেন দাদা এই মাল নিয়ে বাংলাদেশে যাবেন সেখানে বিপ্লব নিয়ে নিবে আর আপনাকে তিন হাজার টাকা দিবে। সেই লোভে দুটো টাকা বাড়তি পাওয়ার আশায় আমি এসব নিয়ে চলে আসছি। আমি তো আর বুঝতে পারিনি এসব মালামাল নিয়ে গেলে ধরবে বা ধরা পড়ে যাব, যার কারণে নিয়ে চলে এসেছি। আমি প্রথমবারের মত এসব মালামাল নিয়ে এসেছি আর ধরা পড়ে গেলাম।’

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :