জাপার কার্যক্রম পরিচালনা করতে পারছেন না জি এম কাদের, নিষেধাজ্ঞা বহাল

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৩, ১৯:৩৯

জাতীয় পার্টির কার্যক্রম পরিচালনা করতে পারছেন না দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। অস্থায়ী এ নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া আদেশটি বহাল রাখেন।

এর আগে জাপা চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দিয়েছিল আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে নিম্ন আদালতে চলমান মামলা ৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। এছাড়া জি এম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে দেওয়া হাইকোর্টের আদেশটিও বাতিল করে আপিল বিভাগ।

গত বুধবার (১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ নির্দেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। জিএম কাদেরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

এদিকে গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা দলের চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন। মামলায় দল থেকে জিয়াউল হকের বহিষ্কারাদেশ বেআইনি ঘোষণা ও দলীয় গঠনতন্ত্রের ২০-এর উপধারা ১(১) অবৈধ ঘোষণার আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, জিয়াউল হক জাপার সাবেক সংসদ সদস্য ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। গত ১৭ সেপ্টেম্বর তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :