মালিকের ঝড়ো ব্যাটিংয়ে রংপুরের সংগ্রহ ১৭৯ রান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৩, ১৫:০৮| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৫:১৬
অ- অ+

মিরপুরে অনুষ্ঠিত বিপিএলে দিনের প্রথম ম্যাচে শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুললো রংপুর রাইডার্স। ফলে জিততে হলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে করতে হবে ১৮০ রান।

ম্যাচের শুরুতে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দলনেতা শুভাগত হোম। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। ১ রানে আউট হন ওপেনার শেখ মেহেদী হাসান। আর দ্বিতীয় উইকেটে খেলতে নেমে মাত্র ৬ রান করেন পারভেজ হোসেন ইমন। ২৯ বলে ৩৪ রানে ফেরেন নাঈম শেখ।

দ্রুত তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে রাইডার্সরা। চতুর্থ উইকেট জুটিতে আজমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে সেই চাপ সামলে নেন শোয়েব মালিক। মাত্র ৫২ বলে দুজন মিলে গড়েন ১০৫ রানের জুটি। মাত্র ২৪ বলে ৪২ রানে ফেরেন ওমরজাই। পরের নেওয়াজ করে ৯ ও শামীম ৭ রান করেন।

এদিকে শেষ পর্যন্ত খেলে যান রংপুরের পাকিস্তানি ক্রিকেটার শোয়েব। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর অপরাজিত থাকেবন ৭৫ রানে। মাত্র ৪৫ বলে খেলা তার এই ইনিসংটি পাঁচটি করে চার ও ছয়ে সাজানো। আর শূন্যরানে অপরাজিত থাকেন রাকিবুল হাসান।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা