মেয়ের বয়স সবে ৩ মাস, ফের অন্তঃসত্ত্বা আলিয়া ভাট!

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৩, ১৬:২৮
অ- অ+

গত বছরের নভেম্বর মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বাবা হয়েছেন রণবীর কাপুর। তারকা জুটি তাদের সন্তানের নাম রেখেছেন রাহা কাপুর। তার বয়স তিন মাসও পেরোয়নি।

এরইমধ্যে বি-টাউনে জল্পনা শুরু হয়ে গেছে আলিয়ার দ্বিতীয় সন্তান নিয়ে। শোনা যাচ্ছে, দ্বিতীয় বার নাকি মা হতে চলেছেন নায়িকা। সন্তান জন্মের তিন মাসের মধ্যে আবার নাকি তিনি সন্তানসম্ভবা।

সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে স্বামী রণবীরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। মা হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। তারপর থেকেই আলিয়ার দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে জল্পনা দানা বেঁধেছে।

কিছু দিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশ্যুট করান আলিয়া। সেখানেও তার ছবি দেখে কেউ কেউ দাবি করেছিলেন, আলিয়া আবার মা হতে চলেছেন। তবে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কেউ মুখ খোলেননি।

তবে প্রথম সন্তানের জন্মের পর কম সময়ের ব্যবধানে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা বিনোদন দুনিয়ায় নতুন নয়। বলিউড হোক কিংবা টেলিভিশন জগৎ, এর আগে একাধিক তারকা দ্বিতীয় সন্তান নিয়েছেন প্রথম সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই।

আলিয়া ভাটও সে পথে হাঁটতে চলেছেন কি না, সেটা সময়ই বলে দেবে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জন বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা