ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৩, ১৬:৫৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনও কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইতে সূচক এবং লেনদেন উভয়ই বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৫০৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৮৩ কোটি ১২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রবিবার ডিএসইতে ৬৯২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১১ পয়েন্টে।

রবিবার ডিএসইতে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।

অন্যদিকে সোমবার সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা