রাজনগরে কর্মী সমাবেশে নাসের রহমান

প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, শেখ হাসিনার অধীনে দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে।
রবিবার বিকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির আয়োজনে মুন্সিবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ড সোনাটিকি বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য দেন- জেলা বিএনপির সহসভাপতি মো. হেলু মিয়া, রাজনগর উপজেলা সভাপতি মো. জিুতু মিয়া, সাধারণ সম্পাদক আব্বাছ আলী, ওয়ার্ড মেম্বার নূরুল আমিন, যুবদল নেতা নছিম আলী।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, রাজনগর উপজেলা বিএনপির সহসভাপতি কবির মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক রকিব আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদ মিয়া, দপ্তর সম্পাদক রুপক দেবসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এলএ)

মন্তব্য করুন