বুড়িগঙ্গায় বস্তবন্দী লাশ উদ্ধারের ঘটনায় আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৩, ১৯:৪০

বুড়িগঙ্গা নদীতে আসলাম নামে যশোরের এক ব্যক্তির বস্তবন্দী লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় আব্দুল করিম ওরফে ডালিম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, মুটোফোন ও নগদ ১১৭০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত আসলাম শেখ যশোর জেলার চৌগাছা থানার পশ্চিম কারিঘর গ্রামের প্রয়াত নান্নু মিয়ার ছেলে।

২০২০ সালের ৫ জুলাই কেরাণীগঞ্জের হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির একটি দল বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা একজন ব্যক্তির লাশ উদ্ধার করে। নৌ পুলিশ ওই লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পরবর্তীতে নৌ পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে। নৌ পুলিশ ধারণা করে যে, অজ্ঞাতনামা ব্যক্তিরা ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যা করে। আর লাশ গুম করার জন্য বস্তাবন্দী করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়।

র‌্যাব জানায়, খবর পেয়ে র‌্যাব এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায়। সোমবার র‌্যাব-১০ এর একটি দল পল্টন থানার পল্টন কমিউনিটি সেন্টারের সামনের এলাকায় একটি অভিযান চালায়।

অভিযানে মামলার তদন্তে প্রাপ্ত আসামি আব্দুল করিম ওরফে ডালিমকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃত আব্দুল করিম ওরফে ডালিম আসলাম হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বেইলি রোডে আগুন: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে ‘কাচ্চি ভাই’র মালিক

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, গ্রেপ্তার ৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে র‌্যাবের হাতে ১২ চাঁদাবাজ গ্রেপ্তার

দুই দফায় রিমান্ড শেষে কারাগারে মিল্টন সমাদ্দার

এনআইডি প্রকল্পের কর্মকর্তা দিতেন তথ্য, কার্ড বানিয়ে আয় কোটি টাকা

রিমান্ডে অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন: ডিবি 

পুলিশ হেফাজতে মৃত্যু: যাত্রাবাড়ীর ওসি ফরমানের বিরুদ্ধে মামলা

বেইলি রোডের আগুন: কাচ্চি ভাইয়ের মালিক সিরাজ গ্রেপ্তার, দুই দিনের রিমান্ডে

নাপিত-হকার মিলে বানায় খাওয়ার স্যালাইন, ৪০ শতাংশ কমিশনে কিনে ডিলাররা

এই বিভাগের সব খবর

শিরোনাম :