আন্তঃবিশ্ববিদ্যালয় হকিতে চ্যাম্পিয়ন চবি, দ্বিতীয় কুবি

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কু্বি) ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যৌথভাবে ৩য় স্থান লাভ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রতিযোগিতার সমাপনী দিনে বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় হকি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন।

এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন, প্রো- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি জাতির বিরত্বগাঁথা ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ এবং দেশপ্রেমের বহি:প্রকাশ ঘটে। দেশের ক্রীড়াঙ্গণকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রাতিষ্ঠানিকভাবে ক্রীড়া শিক্ষা প্রসারের উপর তিনি গুরুত্বারোপ করেন। বিদ্যাচর্চা, গবেষণা, উদ্ভাবন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বৃদ্ধির জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, 'বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব' স্লোগানকে ধারণ করে গত ২২ জানুয়ারি রবিবার শুরু হয় এই প্রতিযোগিতা। ০৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্বাগতিক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এসকে)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

শেকৃবি হলের ১০ তলা থেকে পড়ে ছাত্রী আহত

হঠাৎ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতিপত্নী ড. রেবেকা, হলেন প্রধান উপদেষ্টা

রাবিতে সভাপতির কক্ষে তালা মেরে শিক্ষার্থীদের আমরণ অনশন

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, পুলিশ মোতায়েন

প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

ডিসিকে ‘স্যার’ বলতে বাধ্য করায় বেরোবি শিক্ষকের অবস্থান কর্মসূচি

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হওয়ার প্রস্তুতির আহ্বান মেয়র টিটু

সার্জারি করে ছাত্রলীগ থেকে বিষফোঁড়া বের করতে হবে: ওবায়দুল কাদের

‘গুচ্ছ থেকে সুনাম ক্ষুণ্ন জবির’ দাবি শিক্ষক সমিতির

ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদর্শবান আইনজীবীর বিকল্প নেই, ইউআইটিএসে অ্যাটর্নি জেনারেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :