সাতক্ষীরায় ট্রাক্টরচাপায় ব্যবসায়ী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৩, ২১:২৮
অ- অ+

সাতক্ষীরায় ট্রাক্টরচাপায় সানাউল হুদা (৪৩) নামে এক ফার্মেসি মালিক নিহত হয়েছেন। নিহত সানাউল হুদা জেলা সদরের জোড়দিয়া গ্রামের মরহুম ডা. শেখ আবুল হোসেনের ছেলে।

শুক্রবার দুপুরে ব্যাংদহা-বুধহাটা সড়কের নজরুল মেম্বরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি মেম্বর আবু ছালেক জানান, মাটি বহনকারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে ব্যাংদহা বাজারের ফার্মেসি মালিক শেখ সানাউল হুদার (৪৩) মৃত্যু হয়েছে।

জুমার আজান দিলে শেখ সানাউল হুদা ব্যাংদহা বাজারে অবস্থিত তার ফার্মেসি বন্ধ করে মোটরবাইকে সাতক্ষীরা সদরের জোড়দিয়া শেখপাড়া ফিরছিল, তিনি জোড়দিয়া গ্রামের পশ্চিমপাড়া পৌঁছালে দুটি মাটি বহনকারী ট্রাক্টর মুখোমুখি ক্রস করছিল। এমন সময় ট্রাক্টরচালক সানাউলের মোটরবাইকে ধাক্কা দেয়। এতে সানাউল ট্রাক্টরের নিচে মোটরবাইকসহ চাপা পড়ে।

স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে সানাউল হুদাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ট্রাক্টরচালক (অজ্ঞাত) দুর্ঘটনার পর পালিয়ে যায়। ট্রাক্টরটি পশ্চিম জোড়দিয়ার মহসিন আলির বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্লাব বিশ্বকাপে ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা