বঙ্গবন্ধু টানেল-পদ্মা সেতু-বিআরটি প্রকল্পের তিন প্রকৌশলীর মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৩, ১৮:১৬

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের পরিচালক, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক ও বিআরটির প্রকল্প পরিচালকের মেয়াদ চুক্তিভিত্তিক বাড়ানো হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণ’ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুনর্বাসন) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত প্রকৌশলী মোহাম্মদ ফরিদুল আলমকে তাঁর পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১ জানুয়ারি (২০২৩) থেকে ৩০ জুন (২০২৩) পর্যন্ত একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

পৃথক প্রজ্ঞাপনে কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) প্রকল্পের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত প্রকৌশলী মো. হারুনুর রশীদ চৌধুরীকে তাঁর বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ৫ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবতী একবছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্প (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)-এর প্রকল্প পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত প্রকৌশলী মো. মহিরুল ইসলাম খানকে তাঁর চুক্তির ধারাবাহিকতায় ও অনুরুপ শর্তে ২২ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে একছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এসএস

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

র‍্যাব-৩ এর নতুন অধিনায়ক ফিরোজ কবীর, বাহিনীতে ফেরত যাচ্ছেন আরিফ মহিউদ্দিন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ইউনুছ

মেয়াদ বাড়ল জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিনের

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১২৭ জন

অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মাজহারুল ইসলাম

র‌্যাবের ১২তম মুখপাত্র হচ্ছেন কমান্ডার আরাফাত ইসলাম!

কাবাডিতে বর্ষসেরা সংগঠক অ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

পল্লী উন্নয়ন ও সমবায়ের নতুন সচিব শাহানারা খাতুন

ডিএমপির ছয় এডিসি-এসিকে বদলি

জিএমপির এডিসি খায়রুল আলমের রাজশাহীতে বদলির আদেশ বহাল, ২১ এপ্রিলের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে

এই বিভাগের সব খবর

শিরোনাম :