ঢাবিতে ‘ক্যারিয়ার ফেস্ট’ শুরু, থাকছে ৩০ চাকরিদাতা প্রতিষ্ঠান

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৬ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট’ শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব এ ফেস্টের আয়োজন করে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফেস্টের উদ্বোধন করেন। এসময় জীবন ঘনিষ্ঠ ও কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দুই দিনব্যাপী এই ‘ক্যারিয়ার ফেস্ট’-এ দেশের ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চাকুরিপ্রার্থী শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা দিতে পারবে।

ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সভাপতি কায়সার সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, ক্যারিয়ার ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক গৌরব পাল প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাবের কোষাধ্যক্ষ মুবিনা সুলতানা অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিভিন্ন চাকুরিদাতা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। ‘ক্যারিয়ার ফেস্ট’ আয়োজনের জন্য সংশ্লিস্টদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, এই উদ্যোগ চাকুরিপ্রার্থী ও চাকুরিদাতাদের মধ্যে একটি যোগসূত্র রচনা করবে।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এসকে)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

স্নাতকদের আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর 

উপবৃত্তির অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বাড়ল

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল রবিবার, জানবেন যেভাবে

ব্রাহ্মণবাড়িয়ার ঢাবি পড়ুয়াদের নেতৃত্বে মাহমুদ-রিয়াদ

রাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৫.৫০ শতাংশ

স্কুল-কলেজের সভাপতিকে হতে হবে এইচএসসি পাস, গেজেট জারি

ঢাবির সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ন অনুষ্ঠিত

শেষ হলো ঢাবি অধিভুক্ত ৭ কলেজের প্রথমদিনের ভর্তি পরীক্ষা

ঢাবির সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ন আজ

বেরোবিতে সাংবাদিকতা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ চেয়ে আইনি নোটিশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :