মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪২
অ- অ+

মুন্সীগঞ্জের শ্রীনগরে সত্যরঞ্জন দত্ত (৬৪) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার জশুরগাঁও এলাকার বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সত্যরঞ্জন দত্ত শ্রীনগর এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুঁড়া-ভুসির ব্যবসা করতেন। প্রতিদিন সন্ধ্যায় ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরতেন। বুধবার সন্ধ্যায় বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে রাত ১০টার দিকে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সত্যরঞ্জন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের বড় ভাই। তিনি ৩ মেয়ের বাবা।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তার বুকে তিনটি ও পিঠের ডান এবং বাম পাশে দুটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সাত বিশিষ্ট ব্যক্তির স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ, কেন এ ‘ব্ল্যাক আউট’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মুখপাত্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা