সহসাই ইইউর সদস্য হতে পারছে না ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৬

ইউক্রেনের ভাবনা অনুযায়ী অত দ্রুত দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেয়া যাচ্ছে না। শুক্রবার কিয়েভে অনুষ্ঠীত ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন শেষে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন এই ঘোষণা দেন।

সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল উপস্থিত ছিলেন। ভন্ডার লিয়েন ইউক্রেনকে দীর্ঘ তালিকার কথা স্মরণ করিয়ে দেন যা দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আগে পূরণ করতে হবে।

কিয়েভ যদি ইইউতে যোগ দিতে চায় তবে এখনও অনেক কিছু করার আছে, বৃহস্পতিবার প্রকাশিত একটি বিস্তৃত ইউরোপীয় কমিশনের প্রতিবেদন নির্ধারণ করা হয়েছে। ৬৭-পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, আর্থিক নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের অবাধ চলাচল এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইউক্রেন ইইউ মান ও নীতি অনুসরণ করার প্রস্তুতির ‘প্রাথমিক পর্যায়ে’ রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইউক্রেনে অভ্যন্তরীণ নিরীক্ষার মান ‘এখনও ভালভাবে প্রতিষ্ঠিত হয়নি’ এবং এটি ‘পাবলিক ফান্ড ব্যবহারের জবাবদিহিতাকে দুর্বল করে।’

ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে হলে ইউক্রেনকে প্রধান যেসব শর্ত পূরণ করতে হবে তার মধ্যে রয়েছে- ব্যাপকভিত্তিক দুর্নীতি বন্ধ করা, বিচার ব্যবস্থায় সংস্কার আনা যাতে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকে এবং নিজস্ব অর্থনীতিকে শক্তিশালী করা।

গত বছরের ফেব্রুয়ারির ২৪ তারিখে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইইউর সদস্য হওয়ার জন্য জোরালো চাপ সৃষ্টি করেছে ইউক্রেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ধারণা, তার দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারে তবে রাশিয়ার অভিযান মোকাবেলায় আরো বেশি সামরিক সাহায্য পাবে তার সরকার। কিন্তু এ পর্যন্ত ইউক্রেনের সেই প্রত্যাশা পূরণের ধারে কাছেও যায়নি ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার সম্মেলনের ঠিক আগে ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজেছিল। বিশ্লেষকদের ধারণা, আগামী ২৪ ফেব্রুয়ারিতে সামরিক অভিযানের বর্ষপূর্তী হবে। আর সেটাকে সামনে রেখে সর্বাত্মক হামলার জোরালো প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাখাইনে দুর্ভিক্ষের মুখোমুখি ২০ লাখ মানুষ: জাতিসংঘ

ইসরায়েলি মন্ত্রিসভায় রদবদল, নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল ক্যাটজ 

ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হচ্ছেন সুসি উইলস

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

৩৭০ ফেরানোর প্রস্তাব: জম্মু ও কাশ্মীর বিধানসভায় ধস্তাধস্তি

ট্রাম্পের শপথ ২০ জানুয়ারি, অবৈধ অভিবাসীদের তাড়ানোসহ সাত কাজে অগ্রাধিকার

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বায়ুদূষণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ 

শীর্ষ টিম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

ট্রাম্পকে ফোনে শুভেচ্ছা, যে অনুরোধ করলেন কমলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :