জেলেনস্কির সঙ্গে ঐকমত্য: পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত করবে না

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার না করার ব্যাপারে সম্মত হয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ রবিবার এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
জার্মান নেতা সাপ্তাহিক বিল্ড অ্যাম সোনট্যাগের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, এ বিষয়ে একটি ঐকমত্য হয়েছে।
ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দেশটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সেইসাথে ট্যাঙ্ক দিয়ে সজ্জিত করার প্রতিশ্রুতি দিয়েছে, এ সব অস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ান সৈন্যদের হটানোর চেষ্টায় সহায়ক হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট দিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির মতো দেশের হস্তক্ষেপকে তার জাতির সংগ্রামের সাথে তুলনা করেছেন।
স্ট্যালিনগ্রাদের যুদ্ধে সোভিয়েত বিজয়ের ৮০তম বার্ষিকীতে বৃহস্পতিবার তিনি বলেন, ‘বারবার আমরা পশ্চিমের যৌথ আগ্রাসনকে প্রতিহত করতে বাধ্য হচ্ছি।’ তবে চ্যান্সেলর ওলাফ স্কোলজ এই তুলনা প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, ‘তার কথাগুলো অযৌক্তিক ঐতিহাসিক তুলনার একটি সিরিজের অংশ যা তিনি ইউক্রেনের উপর তার আক্রমণকে ন্যায্যতা দিতে ব্যবহার করেন।’ স্কোলজ বলেন, ‘কিন্তু কিছুই এই যুদ্ধকে সমর্থন করে না।’
তিনি বলেন, ‘আমাদের মিত্রদের সঙ্গে একত্রে, আমরা ইউক্রেনকে যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করছি যাতে দেশটি আত্মরক্ষা করতে পারে। আমরা আমেরিকা থেকে শুরু করে আমাদের মিত্রদের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে অস্ত্রের প্রতিটি সরবরাহ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরুপন করেছি। যুদ্ধের ব্যাপকতা এড়াতে’ ঐক্যমত্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।’
(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/ইএস)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

মধ্যপ্রাচ্যের কূটনীতির মুকুট কী চীনের মাথায় যাচ্ছে

সৌদি যুবরাজের সঙ্গে শি’র ফোনালাপ, সৌদি-ইরান আলোচনায় সমর্থন

পশ্চিমা চাপের কারণে বেলারুশ রাশিয়ার পরমাণুজিম্মি

মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী অভিবাসী কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১০

যুক্তরাষ্ট্রের খ্রিস্টান স্কুলে সাবেক ছাত্রের গুলি, শিশুসহ নিহত ৬

পশ্চিমা ভারী ট্যাংক পেল ইউক্রেন

ইসরায়েলে গৃহযুদ্ধের পূর্বাভাস দেখছেন না বাইডেন: হোয়াইট হাউস

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত

পশ্চিমারাই ইউক্রেন সংঘাতের সূচনা করেছে: পুতিন
