আগের সীমানা ঠিক রেখেই ৩০০ সংসদীয় আসনের খসড়া দিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৭

আগামী সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একাদশ সংসদ নির্বাচনের আসন সীমানা ঠিক রেখেই এই খসড়া প্রকাশ করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভার পর মঙ্গলবার ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে আসন সীমানা যা ছিল তা রেখেই খসড়া প্রকাশ করা হবে। চলতি মাসে এই খসড়া প্রকাশের পর বিজ্ঞপ্তিতে দাবি আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আপত্তি এলে সেগুলো বিবেচনায় নেওয়া হবে।’

এরইমধ্যে আসন সীমানা নিয়ে ২৫টির মতো আবেদন এসেছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘অনেকেই নিজ উদ্যোগে দাবি-আপত্তির আবেদন করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আসা আবেদনগুলো শুনানি করে বিধি বিধানের আলোকে চূড়ান্ত আসন সীমানা ঘোষণা করা হবে।’

সংসদীয় আসন সীমানায় পরিবর্তন আসবে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে আমরা খসড়া প্রকাশ করবো। তারপর নির্ধারিত সময়ের মধ্যে যেসব আবেদন আসবে সেগুলি শুনানি করে বলা যাবে কয়টায় কী হয়েছে। এরপর চূড়ান্ত হবে কয়টা আসনের সীমানা পরিবর্তন হচ্ছে।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে মঙ্গলবারই প্রথম বৈঠক করল কাজী হাবিবুল আউয়াল কমিশন। সিইসিসহ অন্য কমিশনাররা এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় বিএনপির নিন্দা 

কারওয়ান বাজারের কাঁচাবাজার ব্যবসায়ীদের গাবতলিতে স্থানান্তর করা হবে

বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে: মজনু

বোনের পর চলে গেল শিশু তাওহিদও, মৃতের সংখ্যা বেড়ে ১১

রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

‘আর সহ্য করতে পারছি না’ বলেই সাত তলা থেকে লাফিয়ে তরুণের মৃত্যু

এনএসআই’র নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর

বাংলাদেশে রপ্তানির জন্য ১৬৫০ টন পেঁয়াজ কিনবে ভারত সরকার

যারা আমার মায়ের হাতে খাবার খেত, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে: প্রধানমন্ত্রী

ঢাকার ৫৫০ বিআরটিসির বাস ঈদে সারাদেশে চলবে

এই বিভাগের সব খবর

শিরোনাম :