খুলনায় বাঘের চামড়াসহ আটক ২

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৭

খুলনায় র‌্যাবের অভিযানে রয়েল বেঙ্গল টাইগার চামড়াসহ ২ বাঘ শিকারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, র‌্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন ধরনের বন্যপ্রানী অবৈধভাবে কৌশলে শিকার করে এদের চামড়া ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ চোরাচালানের মাধ্যমে পাচার করে আসছে। পাচারকারী চক্রের কতিপয় সদস্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের ১টি চামড়া পাচার করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন হরিণনগর ধল এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময়ে মোঃ হাফিজুর শেখ (৪৭), মো. ইসমাইল শেখ (২৪) থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাদেরকে আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে ১টি বাঘের চামড়া উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করে তারা মাছধরা ও গোলপাতা সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করে ছাগলের মাংসের মধ্যে বিষাক্ত কীটনাশক ব্যবহার করে রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন ধরনের বন্যপ্রানী শিকার করে। পরবর্তীতে রয়েল বেঙ্গল টাইগার এর চামরা দেশে ও দেশের বাহিরের সৌখিন মানুষদের নিকট কোটি টাকা মূল্যে বিক্রয় করে। পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাবের কার্যক্রম অব্যাহত আছে। আটকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন আছে।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত প্রক্টর ও সহপাঠী রিমান্ডে

ফের মিয়ানমারের গুলির শব্দে কাঁপল টেকনাফের মাটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :