বিদ্যালয় বন্ধ করে সবাই গেলেন সমাবেশে, উড়ছে জাতীয় পতাকা

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৮
অ- অ+

জামালপুরের মেলান্দহে পশ্চিম থুরী নাজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে শিক্ষক-শিক্ষিকারা গিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সমাবেশে। এতে বিদ্যালয় বন্ধ থাকলেও উড়তে দেখা গেছে জাতীয় পতাকা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ১টা ৪৮ মিনিটে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয় বন্ধ, উড়ছে পতাকা।

সরেজমিন ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পশ্চিম থুরী নাজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষ তালা বদ্ধ, ছিল না কোনো শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা। তবুও উড়ছিলো পতাকা।

অথচ জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী (সংশোধিত ২০১০) বিদ্যালয় ছুটির পর জাতীয় পতাকা না নামানো পতাকার প্রতি অবমাননা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এমন কাণ্ডে স্থানীয়রা ক্ষোভ জানিয়েছে।

খোঁজ-খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষক সমাবেশ ছিলো, দুপুর ১২টা থেকেই সমাবেশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে শিক্ষকরা অনুষ্ঠানে যোগ দিচ্ছিলো। পশ্চিম থুরী নাজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দুপুর ১টায় বন্ধ করে সমাবেশে চলে গেছেন।

এ বিষয়ে মুঠোফোনে সন্ধা সাড়ে ৬টায় জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন বলেন, ‘উপজেলা চেয়ারম্যান সাব কি যেনো একটা মিটিং ডাকছে ফ্রাস্ট শিফট করে চলে গেছে সবাই ১টার সময়। তারা সবাই মিটিংয়ে আছে এখনো আসে নাই। কোনো শিক্ষক-শিক্ষিকা তো নাই, আমার দৃষ্টিগোচর হয়েছে আমি পতাকা নামিয়ে রাখতেছি। ভুল তো ভুল-ই কেউ তো নাই, নামাবে কে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা বলেন, ‘আমি তো তাৎক্ষণিক এটা জানাতে পারবো না তথ্য নিতে হবে। আমি জানলাম আমি তথ্য কালেকশন করি, আপনি কাল আমার সাথে যোগাযোগ করবেন। দেখি কি ঘটনা জানতে হবে।’

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা