এক ম্যাচ খেলেই পিএসএল ছাড়লেন সাকিব

ক্রীড়া ডেস্ক
ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৯
অ- অ+

বিপিএল শেষেই পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন টাইগার অলর‌াউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এক ম্যাচ খেলার পরই পারিবারিক সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন সাকিব। তার পরিবর্তে আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাইকে নিয়েছে পেশোয়ার জালমি।

পিএসএলের প্লে-অফে পেশোয়ার খেলার সুযোগ পেলে আবারও দলের সাথে যোগ দিবেন সাকিব। পেশোয়ার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। পেশোয়ারের বিবৃতি শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ‘যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে যোগ দিতে পেশোয়ার জালমির স্কোয়াড ছেড়েছেন সাকিব আল হাসান এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন আজমতউল্লাহ ওমারজাই। পেশোয়ার প্লে অফে উঠলে পিএসএলে ফিরবেন বাংলাদেশী অলরাউন্ডার।’

হুট করেই পিএসএল ছাড়ার পর সাকিব বলেন, ‘ব্যক্তিগত কারণে সাময়িকভাবে পিএসএল ছাড়তে হলো। আমি জানি এখানে আমার অনেক ভক্ত-সমর্থক আছে এবং তাদের সামনে আমি সবগুলো ম্যাচ খেলতে উন্মুখ ছিলাম। কিন্তু হতাশ হওয়ার কারণ নেই, টুর্নামেন্টের শেষ পর্বে পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভূমিকা রাখতে আমি আবার ফিরে আসবো।’

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা 
বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, বহু শিক্ষার্থী নিহত!
ভারতে বিমান বিধ্বস্তের নেপথ্যে কি? যা জানা গেল 
বিমান দুর্ঘটনায় মোদির শোক প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা