ভাষা শহীদের প্রতি ডেনমার্ক আ. লীগের শ্রদ্ধা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৬
অ- অ+

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়েছে ডেনমার্ক আওয়ামী লীগ।

কোপেনহেগেনের একটি হল রুমে বাংলাদেশ সময়ের সঙ্গে মিল রেখে ডেনমার্ক সময় ১৯:০১ মিনিটে অস্থায়ী

শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপত্বিতে ও সহসভাপতি গোলাম বিকরিয়া শামীমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী প্রধান বাবু সুভাষ ঘোষ ও বিশেষ অতিথি ছিলেন জাহিদুল ইসলাম কামরুল।

এ সময় বক্তারা প্রবাসে বেড়ে উঠা শিশুদের বাংলা ভাষা শেখার পাশাপাশি বাংলাদেশের প্রতি শিশুদের আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।

বক্তারা আগামীতে নতুন প্রজন্মের জন্য আরও বেশি বেশি এই রকম শিক্ষণীয় অনুষ্ঠান আয়োজনের দাদি জানান।

এ সময় বক্তব্য দেন- ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম-সাধারণ সস্পাদক নাঈম উদ্দিন খান, তথ্য ও গবেষণা সস্পাদক আবু সুহাব ও আন্তর্জাতিক বিষয়ক সস্পাদক মিজানুর রহমান খান।

শুভেচ্ছা বক্তব্য দেন রানা খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডেনমার্ক আওয়ামী লীগের উপ-দপ্তর সস্পাদক জনাব এম এ শাহাদত বাবু, আইন বিষয়ক সস্পাদক রকিবুল ইসলাম রকি, পরিবেশ বিষয়ক সস্পাদক ইউসুফ আহমেদ, ধর্ম-বিষয়ক সস্পাদক সাইফুর রহমান সাঈদ, অর্থ সস্পাদক মো. শিপন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অস্থায়ী শহীদ মিনার নির্মাণে সার্বিক সহযোগীতায় ছিলেন মো. মাসুদ আলম, শিপন মুহাম্মদ ও সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা ও বাচ্চাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মোমবাতি জ্বলিয়ে ২১ লিখনীর মাধ্যমে অনুষ্ঠানে সমবেত কন্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান গাওয়া হয়।

অনুষ্ঠানের শেষে সকল ভাষা শহীদের জন্য দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা