বাংলাদেশ হাই কমিশন নয়াদিল্লিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৬
অ- অ+

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে।

দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রভাতফেরি, ভাষা আন্দোলনে নিহত বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। মান্যবর হাই কমিশনার মোস্তাফিজুর রহমান জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরে তিনি হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে দূতাবাস কার্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্ণারে’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে শ্রদ্ধা জানান। এ সময়ে বাংলাদেশের বরেণ্য সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবিদ খান উপস্থিত ছিলেন। মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকালের প্রভাত ফেরিতে নেতৃত্ব দেন মান্যবর হাই কমিশনার।

পরে দূতাবাসের ‘বঙ্গবন্ধু হল’ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শুরুতে দিবসটি উপলক্ষ্যে মহামন্য রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী এ.কে. আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। দূতাবাসের মিনিষ্টার (কনস্যুলার) সেলিম মোঃ জাহাঙ্গির, মহামন্য রাষ্ট্রপতি ও মিনিস্টার (বাণিজ্য) ড. এ কে এম আতিকুল হক প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান। ভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা করেন দেশবরেণ্য সাংবাদিক আবিদ খান।

হাই কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, বাহান্নের ভাষা আন্দোলন একটি সংগ্রামী ও বীরত্বগাঁথা ইতিহাস। মহান ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ভাষা আন্দোলনের বীর শহীদগণ বাঙালী জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান। তিনি বলেন বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার লক্ষ্যে একজন নবীন কূটনৈতিক হিসেবে আমার কাজ করার সুযোগ হয়েছিলো এটা আমার জীবনের অন্যতম প্রাপ্তি। তিনি ভাষা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক অবদানের কথাও তুলে ধরেন।

বিকেলে দিবসটি উপলক্ষ্যে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে মান্যবর হাই কমিশনার ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নয়াদিল্লীতে অবস্থিত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, কূটনৈতিক, বিশিষ্টজন, লেখক, বুদ্ধিজীবী, গণমাধ্যমের একাধিক সিনিয়র সাংবাদিক। পরে শহীদদের আত্মার শান্তি কামনা করে এক দোয়া মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময়ে মহান ভাষা আন্দোলনের ওপর নির্মিত একটি প্রামাণ্য চিত্রও প্রদর্শিত হয়। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা