ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইকবাল মোহাম্মদ জাফর, ফ্রান্স প্রতিনিধি
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬

ফ্রান্সে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার প্যারিসে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহার জাতীয় পতাকা উত্তোলন এবং দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এছাড়া ফ্রান্স আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ এবং প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসের অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পলিটিক্যাল মিনিস্টার কাজী এহসানুল হকের সভাপতিত্বে এবং দ্বিতীয় সচিব শারহাদ শাকিলের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়।

আলোচনা পর্বের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত বাণী পাঠ করা হয়।

এছাড়া ভাষা দিবসের ওপর বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের সামরিক সচিব বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান, শ্রম কাউন্সিলর দিলারা বেগমসহ দূতাবাসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা।

ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এফএ

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :