একে অপরকে সেরা বলছেন মেসি-নাদাল
একজন ফুটবলে, অন্য টেনিসে। দুজনই নিজেদের নিয়ে গেছেন অনন্য পর্যায়ে। তবে ক্রীড়া জগতে কেউ নিজেকে সেরা দাবি করছেন না। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও স্প্যানিশ তারকা টেনিসার রাফায়েল নাদাল একে অপরকে সেরা দাবি করছেন।
সম্প্রতি বর্ষসেরা ক্রীড়াবিদ নির্ধরণের জন্য বেশ কয়েকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ‘লরিয়াস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পুরস্কারের জন্য সেই মনোনয়ন পেয়েছেন সময়ের দুই অন্যতম সেরা ক্রীড়াবিদ ফুটবলার লিওনেল মেসি ও টেনিসার রাফায়েল নাদাল। কে হচ্ছেন বর্ষসেরা ক্রীড়াবিদ- সে বিষয়ে চলছে আলোচনা। এর মাঝেই একে অপররে সেরা দাবি করছেন মেসি-নাদাল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গত মঙ্গলবার একটি স্টোরি দিয়েছেন স্প্যানিশ তারকা টেনিসার রাফায়েল নাদাল। সেখানে ২২ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা টেনিসার লেখের, ‘বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনীত হতে পেরে খুব ভাল লাগছে। তবে এ বছর মেসি তুমিই যোগ্য।’
নাদালের দেওয়া সেই স্টোরির জবাব দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। তিনি লেখেন, ‘তোমার মতো ক্রীড়াবিদ যখন এভাবে বলে, তখন বলার মতো আর কিছুই থাকে না।তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার খেলা দেখে মনে হয় তুমিই সেরা। তুমিই সত্যিকারের বিজয়ী।’
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এমএম)
মন্তব্য করুন