বইমেলার শেষ শুক্রবার এলো লিওয়াজা আক্তারের নতুন উপন্যাস ‘শঙ্খপদ্ম’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৩
অ- অ+

‘শঙ্খ যেদিন পদ্ম নাম রেখেছিল তার, সেদিন সে বলেছিল, পদ্ম তোমার তো অনেক রূপ। তাইতো আমি তোমার নাম দিলাম ‘পদ্ম’ । যখন আমি ভালোবাসা দেই তোমায়, তখন তুমি হয়ে যাও ‘লাল পদ্ম’ । যখন তুমি বেদনা পাও আমার ভালোবাসায়, তখন তুমি হয়ে যাও ‘নীল পদ্ম’। আর যখন আমার প্রতি ভালোবাসায় নত হয়ে নিবেদিত হও, তখন হয়ে যাও তুমি ‘সাদা পদ্ম’ । কিন্তু শঙ্খর দেওয়া কষ্টে পদ্ম আজ হয়ে গেল, যেন ‘শুধুই নীল পদ্ম’।

ঠিক এমনই কথা মালা নিয়ে অমর একুশে বইমেলা-২০২৩ এর শেষ শুক্রবারে (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হলো লিওয়াজা আক্তারের তৃতীয় উপন্যাস এবং সপ্তমগ্রন্থ ‘শঙ্খপদ্ম’। এটির প্রচ্ছদ করেছেন সাগর আহমেদ। কলি প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে টিএসসির গেট দিয়ে ঢুকেই প্রকাশনীর ১৮, ১৯, ২০ নম্বর স্টলে।

দারুণ রোমান্টিক এই উপন্যাসটির প্রচ্ছদ মূল্য ৩০০ টাকা। কিন্তু মেলায় ২৫ শতাংশ ছাড়ে বইটি মিলবে মাত্র ২২৫ টাকায়। খুব বেশি দেরি না করে প্রেমপ্রিয় পাঠক দ্রুতই বইটি সংগ্রহ করে নিজের একান্ত ব্যক্তিগত সম্পদ করে রাখতে পারেন।

প্রেমের গল্প তো সবাই বলে। বিরহী নীল পদ্মর গল্প কজন বলে? লেখিকা লিওয়াজা আক্তার তার লেখায় সেসব গল্পই বলেছেন। লেখিকার ভাষায়, পৃথিবীতে প্রেমই জন্ম দিতে পারে নতুন নতুন গল্পের। যৌবনে পদার্পণ করার সাথে সাথেই মানুষের মন খুঁজতে থাকে অন্তরের সঙ্গী। এটাই সৃষ্টির নিয়ম।

প্রতিদিনের প্রেম প্রেম গল্পে, রঙিন স্বপ্নের মাঝে এগিয়ে যায় মানুষের জীবন। জীবনের সেই গল্পগুলো নিয়ে যায় জীবনের পথেই। প্রেমের মাঝে বেঁচে থাকতে মানুষ অনুপ্রেরণা পায় শেষ নিশ্বাস পর্যন্ত। আদম থেকে হাওয়া, প্রেম যেন যুগ যুগ ধরে হাজারো গল্পের উপাদান হয়ে ভেসে বেড়ায় সেই উত্তরসূরি হয়েই।

‘শঙ্খপদ্ম’ এক নগ্ন প্রেমের বাঁধ ভেঙে যাওয়া অবাধ বিচরণ । ‘শঙ্খপদ্ম’ এক অজানা নিষিদ্ধ সম্পর্কের নাম । ‘শঙ্খপদ্ম’ এক কারণবিহীন অকারণ আসক্তির টান । অতঃপর ‘শঙ্খপদ্ম’ একটি ভালোবাসার উপন্যাস।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা