প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইটি অফিসার পরিচয়ে হ্যাকিং, ৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৪ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইটি অফিসার (তথ্যপ্রযুক্তি কর্মকর্তা) পরিচয়ে হ্যাকিং করে টাকা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মামলার বাদী বেগমগঞ্জের রাজাপুর এলাকার গোলাম রসুলের (৬২) সঙ্গে পরিচিত হয়ে নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইটি অফিসার পরিচয় দেন আসামি আব্দুল্লাহ আল মাসুদ। তিনি নিজের ভুয়া আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড প্রদর্শন করে সুসম্পর্ক গড়ে তোলেন গোলাম রসুলের সঙ্গে। পরে অপর আসামি জীবন চন্দ্র কুরিকে তার সহযোগী বলে বাদীর সঙ্গে পরিচয় করান।

বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, সুসম্পর্কের জের ধরে আসামি মাসুদ ও জীবন তাদের মোবাইলের বিকাশ, নগদ, রকেট, উপায় অ্যাকাউন্টে বাদীর এবি ব্যাংক অ্যাকাউন্ট থেকে গত বছরের ২১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৪ জানুয়ারি নাগাদ বিভিন্ন সময়ে একাধিক ট্রানজেকশনের মাধ্যমে ২৭ লাখ ৪৮ হাজার টাকা ট্রান্সফার করে নিয়ে যান।

বাদীর এজাহারের ওপর ভিত্তি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তে বেরিয়ে আসে, আসামি আব্দুল্লাহ আল মাসুদ কৌশলে আদায় করা টাকা তার নিজের এবং প্রয়াত স্ত্রী তাসনিম ফারহানার বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। তিনি সহযোগী ও গ্রেপ্তার অপর আসামি সুইটি আক্তারকে কখনও ব্যাংকের স্টাফ, কখনও মন্ত্রণালয়ের স্টাফ বলে পরিচয় করাতেন।

মামলা তদন্তকারী দল আবদুল্লাহ আল মাসুদ, সুইটি ও জীবন চন্দ্র কুরিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইটি অফিসার পরিচয়ে ভুয়া একটি আইডি কার্ড, চারটি ভিজিটিং কার্ড, হ্যাকিংয়ের সরঞ্জাম, তিনটি মোবাইল ফোন এবং তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বৈষম্য নিরসনে নাগরিক সমাজকে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

মাদক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধান বিচারপতির

তিন জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

মোটরযানে হুটার-হাইড্রোলিক হর্ন ব্যবহারে বিআরটিএর হুঁশিয়ারি

সুষম অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত অভ্যন্তরীণ মাইগ্রেশন ঠেকানো সম্ভব নয়: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচন সংক্রান্ত সহায়তা দিবে ৯৯৯

দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ৩য় শ্রেণি সরকারি কর্মচারীদের

সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের

কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন

সৌদিতে চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :