বগুড়ায় কলেজ অডিটোরিয়ামে শিক্ষকের ছেলের বৌভাত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৪৭
অ- অ+

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অডিটোরিয়ামে প্রতিষ্ঠাটির এক শিক্ষক তার ছেলের বৌভাতের আয়োজন করেছেন। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সচেতনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুরো অডিটোরিয়াম ব্যবহার করে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিষয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহতাব হোসেন মণ্ডল তার বড় ছেলের বিয়ের বৌভাতের আয়োজন করেন। সেখানে প্রায় ৮০০ অতিথির বসার ব্যবস্থা করা হয়। আর মূল মঞ্চ রিসিপশনের জন্য সাজানো হয়। অডিটোরিয়ামের পাশে স্কাউট ভবন ঘেঁষে ব্যবস্থা করা হয় রান্নার। অনুষ্ঠানে কলেজের কর্মচারী এবং কলেজের বিএনসিসি ও স্কাউট সদস্যদের কাজ করতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনসিসির এক সদস্য বলেন, আমরা শুক্রবার সকাল থেকে সিভিল পোশাকে স্যারের ছেলের বিয়ের অনুষ্ঠানে কাজ করছি। স্যারের নির্দেশনা অনুযায়ীই আমরা এসেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক বলেন, কলেজে শিক্ষকের ছেলের বিয়ের আয়োজন এই প্রথম দেখছেন। এভাবে ব্যক্তিগত অনুষ্ঠান যদি কলেজে করা শুরু হয়, তাহলে আর সেখানে কিছু বলার থাকে না। তার সামর্থ্য থাকা সত্ত্বেও এমন কাজ কেন করলেন, তা তাদের মাথায় আসছে না।

শিক্ষক পরিষদের সম্পাদক মাহতাব হোসেন মণ্ডল বলেন, আমি একটা বিপদে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছি। এর আগেও এক অধ্যক্ষের মেয়ের বিয়ে এখানে হয়েছে। তবে আমি অধ্যক্ষ স্যারের অনুমতি এবং রাজস্ব খাতে ১২ হাজার টাকা জমা দিয়েই কলেজে আয়োজন করেছি।

শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত আয়োজন করার বিধান আছে কি না, এমন প্রশ্ন করলে শিক্ষক পরিষদের এই নেতা জবাব না দিয়ে এড়িয়ে যান।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলী বলেন, ওই শিক্ষকের ছেলের বৌভাতের আয়োজন শহরের আরেকটি জায়গায় করার কথা ছিল। কিন্তু সেখানে কোনো কারণে করতে না পারায় তার কাছে সহযোগিতা চাওয়া হয়। তিনি বিধি মেনে সহযোগিতা করেছেন।

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, সরকারি কলেজে কেউ ব্যক্তিগত অনুষ্ঠান করতে পারে না। এটা অন্যায়। জেলা প্রশাসনের সমন্বয় সভায় আজিজুল হক কলেজের অধ্যক্ষের কাছে এ ব্যাপারে কারণ জানতে চাওয়া হবে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ
বোনকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজের সাক্ষাৎ
সংযুক্ত আরব আমিরাত থেকে বিনা মাসুলে রেমিটেন্স পাঠানোর সুবিধা চালু করেছে জনতা ব্যাংক
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি: সালাহউদ্দিন আহমদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা