পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৬| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০১
অ- অ+

মাদারীপুরে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকরে নাম আলাউদ্দিন ব্যাপারী (৩৪)। তিনি ভদ্রখোলা এলাকার রাজ্জাক ব্যাপারী ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কৃষক আলাউদ্দিন তার বাড়ির পাশে নিজের চাষাবাদের জমিতে পানি দেওয়ার জন্য যান। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে গুরতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা রবিউল ব্যাপারী বলেন, ‘আমার চাচার ছোট্ট ছোট্ট দুই ছেলে। কৃষি কাজ করে যা আয় করতো তা দিয়ে তাদের সংসার চালাত। এখন সংসারটার কি হবে বুঝতেছি না। এভাবে চাচার মৃত্যু কোনভাবেই আমরা মানতে পারছি না।’ নিহতের স্ত্রী নাসরিন বেগম বলেন, ‘আমার এক ছেলে বয়স দেড় বছর। এখনো বাবা ডাকতে পারে না। বড় ছেলের বয়স চার বছর, এখনো স্কুলে ভর্তি হয় নাই। ওদের নিয়ে আমি কিভাবে বাঁচবো।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।’

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা