বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্বে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়: শাবান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৮| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০১
অ- অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় বলে মন্তব্য করেছেন নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ।

তিনি বলেন, পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যাদের মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়েছে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি আমাদের ইতিহাসের এক স্মরণীয় দিন।

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে রবিবার এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কয়েক শ ছাত্র-ছাত্রী অংশ নেন।

আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. বি আর আম্বেদকর হলের প্রভোস্ট অধ্যাপক ড. হাসনাত আলী খান, অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফ, অধ্যাপক ড. সৈয়দ আলী নেওয়াজ জায়েদী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ আদনান জায়েদী ও আলী হোসেন আরমান।

প্রধান অতিথির বক্তব্যে শাবান মাহমুদ আরও বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাঙালি জাতি বাংলা ভাষার এ গৌরব অর্জন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মাতৃভাষা দিবসে বিশ্বব্যাপী আজ বাংলার গুরুত্ব বেড়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণেই বাংলা ভাষা এ মর্যাদা পেয়েছে।

পরে বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা দিবসটি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করল মাইক্রোসফট
২ ঘণ্টা পর রানওয়ে থেকে সরানো হলো সেই বিমান 
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা