বগুড়ায় জামাইয়ের হাতে শ্বশুর খুন

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১২
অ- অ+

বগুড়ার শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে আব্দুস সাত্তার (৮৫) নামে বৃদ্ধ শ্বশুর নিহত হয়েছেন। সোমবার বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

আব্দুস সাত্তার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জামাই সোলেমান আলীকে (৬০) গ্রেপ্তার করেছে। তিনি একই গ্রামের মৃত হোসেন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার দুপুর পৌনে ২টার দিকে আব্দুস সাত্তার জোহর নামাজ শেষে মসজিদ থেকে বাড়ির গেটে সামনে আসেন। এসময় জামাই সোলেমান পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, লাশ হাসপাতাল মর্গে আছে। জামাই সোলেমানকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আখাউড়ায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়
প্লোক্লেমেশন নয় গণঅভ্যুত্থান নিয়ে ডিক্লারেশন চায় ১২ দলীয় জোট : জামাল হায়দার
বিদেশে পাচারের উদ্দেশে কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৩
শরীয়তপুরে পদ্মা নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা