তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি শুরু হচ্ছে আজ

ক্রীড়া ডেস্ক
ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০২৩, ১৩:০৩

বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতি কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পোল্যান্ড। পল্টনে কাবাডি স্টেডিয়ামের পাশে ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ঘণ্টা খানেক আগে আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবারের আসরের।

বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট ১২টি দেশের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে এবারের টুর্নামেন্টে। ২০২১ সালে প্রথম আসরে পাঁচটি, গত বছর দ্বিতীয় আসরে আটটি দেশ অংশ নিয়েছিলো। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড। আর বি-গ্রুপে রয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

প্রত্যেকটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। এদিকে আগের দু’বারই বাংলাদেশ চ্যাম্পিয়ন, কেনিয়া রানার্সআপ হয়েছিলো। টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপার হাতছানি বাংলাদেশের।

টানা তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। গত আসরের মতো এই আসরেও আমাদের লক্ষ্য শিরোপা জয়।’

(ঢাকাটাইমস/১৩মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশে আবারো শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের

কবে উন্মোচন করা হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি?

বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের বিশ্বকাপ দলকে নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :