রমজান ও ঈদকে কেন্দ্র করে রাজধানীতে অটোরিকশা চোর সক্রিয়

রমজান ও ঈদকে কেন্দ্র করে রাজধানীতে অটোরিকশা চোর চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘বিষয়টি বিবেচনায় রেখে ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রতিদিনই অভিযান চালাচ্ছে।’
এর আগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে ডিএমপি ডিবির মতিঝিল বিভাগ। অভিযানে তাদের হেফাজতে থাকা পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। রবিবার দিবাগত রাতে বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মো. সুজন মিয়া, মো. জাহাঙ্গীর আলম ও মো. শফিকুল ইসলাম।
ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে।
চুরির কৌশল সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার আসামিরা আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের সদস্য। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় যাত্রীবেশে অটোরিকশায় চড়তেন। কিছুদূর যাওয়ার পর চালককে অজ্ঞান করে বা জোর করে গাড়ি থেকে নামিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতেন। অনেক সময় চালক না থাকলে নকল চাবি দিয়ে অটোরিকশা চুরি করতেন। এরপর অটোরিকশার মালিকের কাছে মোটা অংকের টাকা দাবি করতেন। তাদের দাবি অনুযায়ী টাকা পেলে অজ্ঞাত জায়গায় অটোরিকশা রেখে চলে যেতেন।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এএ/কেএম)

মন্তব্য করুন