জামালপুরে অটোরিকশাচালক নাজমুল হত্যায় আটক ১
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৪ মার্চ ২০২৩, ১১:৩০

জামালপুরে অটোরিকশাচালক নাজমুল হত্যায় মাসুম ওরফে মামুন নামে একজনকে আটক করেছে পিবিআই। সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে তার আটকের বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন জামালপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দীন।
তিনি বলেন, সোমবার দিবাগত রাতে ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে , এরা একটি অটোরিকশা ছিনতাইকারী চক্র। তবে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।
(ঢাকাটাইমস/১৪ মার্চ/এএ/এআর)

মন্তব্য করুন