নেত্রকোণায় ২ মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্য আটক

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৩, ১৬:৪৮
অ- অ+

নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ২টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে নেত্রকোণা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বারহাট্টা থানাধীন স্বল্পদশাল নামক গ্রামে মোটরসাইকেল চোর চক্রের কতিপয় সদস্য মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ডিবির একটি চৌকস টিম সিসি টিভি ফুটেজ পর্যালোচনায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৪ই মার্চ রাত সাড়ে ১২টার দিকে ওসি ডিবি মোহাম্মদ আব্দুল আহাদ খানের সার্বিক তত্ত্বাবধানে এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে ডিবি টিম বারহাট্টা থানাধীন স্বল্পদশাল নামক গ্রামের নাজিম মেম্বার এর বাড়ির সামনে থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করে। পরে আটককৃতদের তথ্য মতে আরও ২ জনসহ নীল রংয়ের (এপাচি আরটিআর) ও কালো রংয়ের সুজুকি জিকসার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো বারহাট্টা থানার গোপালপুর গ্রামের মো. শামীম মিয়ার ছেলে মো. নাঈম মিয়া (২০) মো. নূর মিয়ার ছেলে মো. দানিয়াল মিয়া(২২), সুসং ধূবাহালা গ্রামের মো. শান্তো শেখের ছেলে মো. আরিফ শেখ (২৩), আজমতপুর গ্রামের মো. আমির উদ্দিনের ছেলে মো. জুনায়েদ(২৩) ও নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা মোটরসাইকেল চুরি ও চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের সঙ্গে জরিত থাকার কথা স্বীকার করে। এ ব্যাপারে বারহাট্টা থানায় মামলা ও ৩৭৯/৪১১ ধারায় পেনাল কোড রুজু করা হয়।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা