আজও উত্তপ্ত সু‌প্রিম‌ কোর্ট প্রাঙ্গণ, মু‌খোমু‌খি নীল-সাদা প্যানেল

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৪:০৪ | প্রকাশিত : ১৬ মার্চ ২০২৩, ১৩:০৩

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র ক‌রে আজ বৃহস্পতিবারও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুই দ‌লের মু‌খোমু‌খি অবস্থা‌নে স্লোগান ও পাল্টা স্লোগা‌ন চলছে আদালত প্রাঙ্গণে। সেই স‌ঙ্গে নি‌র্বিঘ্নে ভোট শেষ কর‌তে সতর্ক অবস্থা‌নে র‌য়ে‌ছে আইনশৃঙ্খলা বা‌হিনী।

বৃহস্প‌তিবার দুপু‌রে সুপ্রিম কোর্ট প্রাঙ্গ‌ণে আইনজীবী স‌মিতি ভব‌নের সাম‌নে এ প‌রি‌স্থি‌তি দেখা গে‌ছে।

স‌রজ‌মি‌নে দেখা গে‌ছে, দুই পক্ষের শতশত ভোটাররের উপ‌স্থি‌তি‌তে প‌রিপূর্ণ হ‌য়ে র‌য়ে‌ছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। সামনাসা‌ম‌নি অবস্থা‌নে থেকে বিএ‌নপিপ‌ন্থি আইনজীবীরা ‘ভোট‌চোর’ এবং আওয়ামী লীগপন্থিরা ‘জয় বাংলা’ ব‌লে স্লোগান দি‌চ্ছেন। এ অবস্থায় সতর্ক অবস্থা‌নে রয়েছে আইনশৃঙ্খলা বা‌হিনী।

এবার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী, সহসম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল, হারুনুর রশিদ।

কার্যনির্বাহী সদস্য পদে সাত প্রার্থী হলেন— মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান রানা।

বিএনপি সমর্থক নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজল। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু, সরকার তাহমিনা সন্ধ্যা, সহসম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন, মো. আব্দুল করিম, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদে আশিকুজ্জামান নজরুল, ফাতিমা আক্তার, ফজলে এলাহি অভি, ফয়সাল দস্তগীর, শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান আহাদ ও রাসেল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তারা ভোট বর্জন করেছেন।

ঢাকাটাইমস/১৬মার্চ/কেআর/এফএ

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড

ধর্মীয় অনুভূতিতে আঘাত: হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফরিদপুর-১ আসনের সাবেক এমপি আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিমান্ড শেষে সুলতান মনসুর ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর কারাগারে 

আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন ৫৪ আইনজীবী 

৩ দিনের রিমান্ডে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ 

হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী সেলিম ৩ দিনের রিমান্ডে

কারাগারে সালাম মুর্শেদী, কাউন্সিলর এনামুল ৫ দিনের রিমান্ডে

রিকশা চালক হত্যা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :