সোনারগাঁয়ে খেলার মাঠ থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৩, ১৬:০৬
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গজারিয়াপাড়া এলাকা থেকে রোজিনা আক্তার (৩৪) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার এক খেলার মাঠ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোজিনা আক্তার ঢাকার মিরপুরের দক্ষিণ কোট বাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানায়। পুলিশ খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে থাকা স্মার্ট কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে সোনারগাঁও থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের মামলায় দণ্ডের বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল গ্রহণ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল অঞ্জন গ্রেপ্তার
আপিলের জন্য জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা হাইকোর্টের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা