সোনারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ১৫:৫৬
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয় গ্রামবাসী ও র‌্যাবের সঙ্গে সংগঠিত দ্বন্দ্বে র‌্যাবের গুলিতে আবুল কাসেম (৬৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। একই সময় হুমায়ুন (৪০) নামে অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেমের ছেলে দ্বীন ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে র‌্যাবের একটি দল পাকিস্তানি এসিআই গার্মেন্টসের নারী কর্মী রোজিনা হত্যাকান্ডের ঘটনায় সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বড়গাঁও গ্রামের আমীর আলীর ছেলে সেলিম (২৩) নামে এক যুবককে সন্দেহজনক হিসেবে ধরতে আসে র‌্যাবের সিভিল টিম। এ সময় স্থানীয়রা র‌্যাবকে ডাকাত বলে সন্দেহ করে। এ সময় র‌্যাব-১১ এর সদস্যরা গ্রামবাসীর সন্দেহ দুর করতে নিজেদের পরিচয় পত্র (আইডি কার্ড) দেখায়। তারপরও স্থানীয়রা অভিযানে আসা র‌্যাব সদস্যদের ডাকাত বলে সন্দেহ করে তাদের সঙ্গে বাক-বিতন্ডা শুরু করে উত্তেজিত হয়ে ধাওয়া দেয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়। এতে সময় গুলিতে ওই গ্রামের মৃত কদম আলীর ছেলে আবুল কাসেম নিহত হয় এবং গুলিবিদ্ধ হোন একই গ্রামের রহমত আলীর মেয়ে স্বামী হুমায়ুন। হুমায়ুন রহমত আলীর বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতো।

এ ব্যাপারে র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামে রাজধানীর মিরপুরের রোজিনা নামে এক নারীর কন্ঠনালী কাটা মরদেহ উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ। ওই হত্যাকান্ডে সঙ্গে জড়িত সেলিমকে নামে একজনকে আটক করে নিয়ে আসার সময় র‌্যাবের উপর হামলা চালায় এলাকাবাসী। এ সময় র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে আদমজী র‌্যাব ক্যাস্পে চলে আসেন। শনিবার সকালে জানতে পারেন আবুল কাশেম নামে একজন গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন। তবে কাদের গুলিতে আবুল কাশেম মারা গেছেন তা নিশ্চিত করতে পারেননি র‌্যাব।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা