ঝিনাইদহ পৌরসভার সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মেয়র

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ১৭:৫৩
অ- অ+

ঝিনাইদহ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৫কোটি টাকার ব্যয়ের ৩৫ টি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের কলাবাগান মোড়ে ডা. কে আহমেদ সড়কে এ সংস্কার কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু, ঠিকাদারী প্রতিষ্ঠান পক্ষে আক্কাস এন্ড সন্স ও শাহ এন্টারপ্রাইজের ঠিকাদার টিপু মিয়া।

পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল জানান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সড়কগুলো সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো। আমি দ্বায়িত্ব নেওয়ার পর উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে ৩৫ টি সড়ক সংস্কার কাজ শুরু করেছি। প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে এ সংস্কার কাজ চলবে। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য সড়কগুলোও সংস্কার করা হবে। সড়ক সংস্কার ছাড়াও ড্রেন নির্মাণ, সলিং রাস্তাও নির্মাণ করা হচ্ছে। সড়কের সংস্কার কাজ ও ড্রেন নির্মাণের কাজ সমাপ্ত হলে ঝিনাইদহকে তিলোত্তমা নগরীকে পরিনত করার এক ধাপ এগুবে বলেও মনে করেণ নগরবাসী।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা