শিবচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৪

মাদারীপুরের শিবচরের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
রবিবার সকালে উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
খাদে বেশি পানি না থাকলেও অনেক উঁচু থেকে উল্টে পড়ায় এত হতাহতের ঘটনা ঘটেছে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের শিবচর এবং পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
(ঢাকাটাইমসস/১৯মার্চ/এফএ)

মন্তব্য করুন