ধনী থেকে নিম্ন শ্রেণি পর্যন্ত মাদক বিস্তৃত হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশ স্বাবলম্বী ও উন্নত হওয়ার পাশাপাশি মাদকের প্রভাব অনেক বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মাদকাসক্ত হচ্ছে অনেকেই। এটা ধনী শ্রেণি থেকে একেবারে নিম্ন শ্রেণি পর্যন্ত বিস্তৃত।’
রবিবার র্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে এ দরবার অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা পরিবারে কেউ মাদকাসক্ত থাকলে সেই পরিবারের কষ্টের সীমা থাকে না। এমনটাও দেখা যাচ্ছে, মাদকাসক্ত সন্তান তার বাবা-মাকে মেরে ফেলে।’
তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে যে অভিযান র্যাব চালাচ্ছে, এটা একটা সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি।’
এ ক্ষেত্রে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের প্রতিটি সদস্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। সেইসঙ্গে জঙ্গিবাদ দমন, মাদক উদ্ধার, ভেজাল বিরোধী অভিযান, সাইবার ক্রাইম, প্রাকৃতি দুর্যোগ, ঝড়, বন্যা, ভূমিধস, মানুষের সৃষ্ট দুর্ঘটনা, অগ্নি সন্ত্রাস, কিশোর গ্যাংদের মোটিভেশন করা, সেটা দমন করা বা ডাকাতি লুটপাট বন্ধ করা- প্রতিটি ক্ষেত্রে র্যাব অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে।’
তিনি আরও বলেন, ‘যারা জঙ্গিবাদে যোগ দেয় তাদের মোটিভেশন দেওয়া দরকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাকালীন সময়ে যখন স্কুল-কলেজ সীমিত আকারে চলছিল, তখন আমরা লক্ষ্য করি, কিশোর গ্যাংদের উত্থান। এটা ভয়ংকর ব্যাপার।’
জঙ্গি দমন কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে একটি মাত্র ঘটনা ঘটতে পেরেছিল। আমাদের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বলিষ্ঠ ভূমিকার কারণে এখানে এক হলি আর্টিজেন ছাড়া আর তেমন কোনো ঘটনা ঘটতে পারেনি। এখনও কিছু ছেলে-পেলেদের উসকানি দেওয়া হয়। এ ক্ষেত্রেও র্যাব অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে।
(ঢাকাটাইমস/১৯ মার্চ/জেএ/এফএ)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত: শি জিনপিং

নানা আয়োজনে বিএসএমএমইউয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বিজিবিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

এবিজি বসুন্ধরার পৃষ্ঠপোষকতায় বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মাননা

চার দিন ধরে সাড়া নেই আরাভ খানের, কূটনৈতিক চ্যানেলে চেষ্টা পুলিশের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঈদে অনলাইনে ট্রেনের টিকিট: যাত্রীদের যে নির্দেশনা ও শর্ত দিল রেলওয়ে
