এস কে সমীরের সংগীতায়োজনে ‘ফুলজান’ ছবির আইটেম গানে রেশমি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৬:৪২ | প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৬:৩৭

এস কে সমীরের সংগীতায়োজনে কণ্ঠশিল্পী রেশমি মির্জা সম্প্রতি কণ্ঠ দিয়েছেন মুক্তির অপেক্ষায় ‘ফুলজান ‘ছবির ‘হাবুডুবু’ শিরোনামের আইটেম গানে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন ছবিটির পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী রেশমি মির্জা বলেন, ‘প্রথমবার চলচ্চিত্রের আইটেম গান গাইলাম। সংগীত পরিচালক এস কে সমীর ভাইয়ের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। যদিও আমরা একই এলাকার মানুষ, কিন্তু এর আগে কখনো একসঙ্গে কাজের সুযোগ হয়নি। আশা করি, সমীর ভাইয়ের অত্যন্ত সুন্দর সংগীতায়োজনে এই আইটেম গানটি শ্রোতাদের মন জয় করবে।’

ছবির পরিচালক এবং ‘হাবুডুবু’ গানটির গীতিকার ও সুরকার আমিনুল ইসলাম বাচ্চু বলেন, ‘ছবির প্রেক্ষাপট অনুযায়ী আইটেম গানটির প্রয়োজন অনুভব করি। তাই নিজেই কথা ও সুর রেডি করে এস কে সমীর ভাইয়ের সংগীতায়োজনে সুন্দর এ গানটির কাজ শেষ করেছি। বর্তমান প্রজন্মের সংগীত পরিচালক হিসেবে সমীর ভাইয়ের সুনাম ও তার সংগীতায়োজন সম্পর্কে শ্রোতারা অবগত আছেন। আশা করছি, তার সংগীতায়োজনে এ গানটিও দর্শক-শ্রোতারা উপভোগ করবেন।’

তিনি আরও জানান, ‘এরই মধ্যে আইটেম গানটির শুটিংও সমাপ্ত হয়েছে। আশা করছি আমার ছবির দর্শকদের জন্য এই আইটেম গানটি একটি অন্যরকম সৃষ্টি। গানটি দর্শক-শ্রোতাদের বিনোদনের নতুন মাত্রা যোগাবে।’

সংগীত পরিচালক এস কে সমীর বলেন, ‘এই ছবিটির ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি করেছি। ছবিটিতে আরও কয়েকটি গান আছে যেগুলো অন্যান্য সংগীত পরিচালকরা করেছেন। পরবর্তীতে ছবির প্রয়োজনে আইটেম সং-এর সিদ্ধান্ত যখন পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু ভাই নিলেন, তখন আমার সঙ্গে আলোচনা করলেন এবং আমিও গানটির কাজ করতে সম্মতি জানালাম।’

সমীর বলেন, ‘আসলে ফিল্মের গানের কাজ এর আগেও করেছি। কিন্তু আইটেম সং প্রথম করলাম। এ ধরনের গানের কাজের আগে অন্যান্য অ্যালবামে কাজের অভিজ্ঞতা ছিল। যে কারণে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দরভাবে এই গানটির কাজ করার। গানটির সাইড ভয়েসও আমি দিয়েছি।’

সমীর জানান, ‘কণ্ঠশিল্পী রেশমি আমার এলাকার ছোটবোন। তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। ওর গায়কি আমার অত্যন্ত পছন্দ। আমি ভেবেছি এই গানটির জন্য রেশমি উপযুক্ত। তাই রেশমিকেই গানটি গাওয়ার অনুরোধ জানাই। রেশমি রিলিক্স পড়ে ও সুর শুনে পছন্দ করে। তারপর আমার মনের মত করে অত্যন্ত সুন্দরভাবে ভয়েস দেয়।’

সমীর মনে করেন, ‘একজন সংগীত পরিচালকের কল্পনার সঙ্গে কণ্ঠশিল্পীর কণ্ঠ দেওয়ার সমন্বয়টা অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘রেশমির কাছ থেকে আমি পরিপূর্ণভাবে সেটা পেয়েছি। আশা করি গানটি দর্শক-শ্রোতাদের অত্যন্ত ভালো লাগবে।’

এই সংগীত পরিচালক আরও বলেন, ‘পরিচালক আমিনুল ইসলাম বাচ্চু ভাইয়ের এই চলচ্চিত্রের ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু আমি করেছি, সে জন্য ছবির পটভূমি আমার জানা ছিল। এ জন্য গানের কাজটি সুন্দরভাবে করতে আমার সুবিধা হয়েছে। ছবির প্রেক্ষাপট অনুযায়ী গানের কথা ও সুর আমি চেষ্টা করেছি মনের মত করে সাজানোর। খুবই আশাবাদী গানটি নিয়ে। ‘হাবুডুবু’ গানটি ছবির দর্শক-শ্রোতাদেরকে খুবই আনন্দ দেবে।’

সমীর জানান, ‘বর্তমানে আমি গানের অ্যালবামের পাশাপাশি ফিল্মের কাজ নিয়েও বেশ ব্যস্ত হয়ে পড়েছি। ফিল্মের গানের মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডাবিং নিয়ে কাজ করছি। যারা বাংলা গান ভালোবাসেন, সেসব প্রিয় শ্রোতাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি আগামীতে আরও ভালো গান নিয়ে প্রিয় শ্রোতাদের মাঝে উপস্থিত হব- এই আশাবাদ ব্যক্ত করছি।’

(ঢাকাটাইমস/১৯মার্চ/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :