বগুড়ায় স্টেডিয়াম ফেরানোর দাবিতে রুমেলের অনশন ভাঙালেন প্রতিমন্ত্রী

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৮:৪৬| আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৮:৫৪
অ- অ+

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের প্রতিবাদে আবারও অনশনে নামা যুবকের অনশন ভাঙিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রবিবার বিকাল পৌনে ৫টার দিকে সার্কিট হাউজে প্রতিমন্ত্রী নিজ হাতে পানি খাইয়ে ওই যুবকের অনশন ভাঙান।

এর আগে বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় হাতে-গলায় শিকল বেঁধে কাফনের কাপড় পরে দ্বিতীয় দফায় অনশনে নামে হুমায়ুন আহম্মেদ রুমেল।

সার্কিট হাউজে সাংস্কৃতিক ব্যক্তি ও গণমাধমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বিকালে বের হওয়ার সময় প্রতিমন্ত্রীর গাড়ির সামনে রুমেল দাঁড়িয়ে যান৷ এসময় তিনি সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদের কাছে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারসহ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। প্রতিমন্ত্রী জবাবে রুমলকে আশ্বাস্ত করে তার দাবিগুলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়নে পৌঁছে দেওয়া কথা জানান। এসময় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ নিজ হাতে পানি খাইয়ে রুমেলে অনশন ভাঙিয়ে দেন।

হুমায়ন আহম্মেদ রুবেল বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় সামাজিক যোগাযোগমাধ্যম একজন কন্টেন্ট ক্রিয়েটর।

হুমায়ন আহম্মেদ রুমেল জানান, জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসের পরও ইতিবাচক কোন সিদ্ধান্ত না আশায় আবারও অনশন শুরু করেছিলাম। মন্ত্রী বগুড়া এসেছেন জেনে তার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তিনি স্নেহভরে আমার সাথে কথা বলেছেন, আমার সব কথা শুনেছেন। তিনি আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্টেড়িয়াম ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কথা বলবেন। এছাড়াও মন্ত্রী মহোদয় নিজ হাতে আমাকে পানি খাইয়ে দিয়েছেন। এ জন্য আপাতত আমি অনশন স্থগিত করছি।

এর আগে রুবেল ৫ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত প্রায় ৮০ ঘণ্টা কাফনের কাপড় পরে আমরণ অনশন করেছিলেন। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসে তিনি ১৮ মার্চ পর্যন্ত অনশন স্থগিত করেন৷

গত ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়ে শহীদ চান্দু স্টেডিয়াম থেকে নিজেদের সবরকম কার্যক্রম গুটিয়ে দেয় বিসিবি। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতা অভিযোগ এনে ১৭ কর্মকর্তা ও কর্মচারীকে ক্লোজ করে সব মালামাল নিয়ে যায় বিসিবি।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি বর্ষা
শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নিরীক্ষা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা