বসুন্ধরা এলপি গ্যাসের আঞ্চলিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০২৩, ১৯:০৬

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অন্যতম ব্র্যান্ড পণ্য বসুন্ধরা এলপি গ্যাসের সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার বগুড়ার মোমো ইন হোটেলে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বসুন্ধরা এলপি গ্যাসের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন।

এ সময় বসুন্ধরা গ্যাসের এই কর্মকর্তা উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে কোম্পানির গত বছরের সাফল্যের ফিরিস্তি তুলে ধরেন। তিনি চলতি বছরের কর্মপরিকল্পনাও ঘোষণা করেন। গত বছরের বাধা-বিপত্তিকে অতিক্রম করে ব্যবসায়িক এই সাফল্যের জন্য তিনি সবাইকে ধন্যবাদও জানান।

অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে আরও বক্তব্য রাখেন- চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহবুব আলম। তিনি বলেন, ‘প্রতিযোগিতাপূর্ণ বাজারে বসুন্ধরা এলপি গ্যাসের নেতৃত্ব ধরে রাখতে পরিবেশকদের জন্য আমাদের কৌশলগত নীতিনির্ধারণ অব্যাহত থাকবে।’

সেলস কনফারেন্সে বগুড়া, রাজশাহী এবং রংপুর বিভাগের পরিবেশক এবং বিভিন্ন পর্যায়ের কর্মীদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সেরা পারফরমার স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের প্রায় শতাধিক পরিবেশক এবং আঞ্চলিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খান আতাউর রাহমান (এজিএম, সেলস, নর্থ উইং), সাঈদ ইমাম (এজিএম, প্রজেক্ট অ্যান্ড অপারেশন), আবুল হাসানসহ (এজিএম, বগুড়া প্ল্যান্ট ইনচার্জ) প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এজে)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

স্বাধীনতা দিবসে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

রিস্ক বেসড অডিটিং অ্যান্ড ফ্রড ইনভেস্টিগেশন অনুশীলনে জোর সেমিনারে

‘জেসিআই ঢাকা চেঞ্জমেকার’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

এসবিএসি ব্যাংক ও ক্লাউড ওয়েলের মধ্যে চুক্তি

নর্দান বিশ্ববিদ্যালয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ইসলামী ব্যাংকের রংপুর জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

দুবাইয়ের গোল্ডেন রেসিডেন্সি কালচারাল ভিসা পেলেন শিল্পী মাহফুজুর রহমান

ঈশ্বরদীর গ্রিন সিটিতে ফ্যাশন ব্রান্ড বিটুর আউটলেট উদ্বোধন

সেরা মিউজিক শোর পুরস্কার পেল বেনুকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :