যশোরে গ্রাহকদের মাঝে এনআরবি ব্যাংকের ক্ষুদ্র ঋণ বিতরণ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১৮:৪০
অ- অ+

সম্প্রতি এনআরবি ব্যাংক-এর অর্থায়নে ১০/৫০/১০০ টাকার হিসাবধারীদের জন্য “৫০০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় যশোরে গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এনআরবি ব্যাংক-এর যশোর শাখায় ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা, বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহীন হাওলাদার, হেড অফ এস এম ই ও এগ্রি ব্যাংকিং প্রধান এ এম জাহেদ, এনআরবি ব্যাংকের যশোর শাখা ব্যবস্থাপক সৌমিত্র বিশ্বাস ও অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এগারজন প্রান্তিক পর্যায়ের বিভিন্ন আয় উৎসারী কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের চেক প্রদানের মাধ্যমে প্রকাশ্যে এই আর্থিক অন্তর্ভুক্তিমূলক ঋণ প্রদান করা হয়।

প্রধান অতিথি রেজা বলেন, দেশের সমস্ত জনগনকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করতে পারলেই বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলায় রুপান্তরিত হবে।

এনআরবি ব্যাংক বর্তমানে সেই কাজটিই করে যাচ্ছে। এ ছাড়াও দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপি কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণে ভূমিকা রেখে যাচ্ছে। দেশের এস এম ই অর্থায়নে এনআরবি ব্যাংক বলিষ্ঠ ভুমিকা বর্তমানে বেশ উল্লেখযোগ্য।

(ঢাকাটাইমস/২২মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা