যশোরে গ্রাহকদের মাঝে এনআরবি ব্যাংকের ক্ষুদ্র ঋণ বিতরণ

সম্প্রতি এনআরবি ব্যাংক-এর অর্থায়নে ১০/৫০/১০০ টাকার হিসাবধারীদের জন্য “৫০০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় যশোরে গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এনআরবি ব্যাংক-এর যশোর শাখায় ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা, বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহীন হাওলাদার, হেড অফ এস এম ই ও এগ্রি ব্যাংকিং প্রধান এ এম জাহেদ, এনআরবি ব্যাংকের যশোর শাখা ব্যবস্থাপক সৌমিত্র বিশ্বাস ও অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এগারজন প্রান্তিক পর্যায়ের বিভিন্ন আয় উৎসারী কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের চেক প্রদানের মাধ্যমে প্রকাশ্যে এই আর্থিক অন্তর্ভুক্তিমূলক ঋণ প্রদান করা হয়।
প্রধান অতিথি রেজা বলেন, দেশের সমস্ত জনগনকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করতে পারলেই বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলায় রুপান্তরিত হবে।
এনআরবি ব্যাংক বর্তমানে সেই কাজটিই করে যাচ্ছে। এ ছাড়াও দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপি কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণে ভূমিকা রেখে যাচ্ছে। দেশের এস এম ই অর্থায়নে এনআরবি ব্যাংক বলিষ্ঠ ভুমিকা বর্তমানে বেশ উল্লেখযোগ্য।
(ঢাকাটাইমস/২২মার্চ/এলএ)

মন্তব্য করুন